General knowledge ( 61 To 70 )

 ৬১. MSS কোন দেশের গোয়েন্দা সংস্থা?


উত্তরঃ চীন দেশের।


৬২. মুজিব বর্ষের সময়কাল (বর্ধিতসহ) কত?


উত্তরঃ ১৭ মার্চ ২০২০ হতে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত।


৬৩. কারাগারের রোজনামচা বইটি কার লেখা?


উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


৬৪. সবুজ মাঠ পেরিয়ে বইটি কার লেখা?


উত্তরঃ শেখ হাসিনা।


৬৫. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?


উত্তরঃ প্রশান্ত মহাসাগর।


৬৬. এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি?


উত্তরঃ গোবি মরুভূমি।


৬৭. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে?


উত্তরঃ রাঙ্গামাটি জেলা।


৬৮. বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে?


উত্তরঃ নেত্রকোনা জেলার বিজয়পুরে। 


৬৯. মায়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?


উত্তরঃ ২৭১ বর্গ কিলোমিটার। 


৭০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?


উত্তরঃ সৈয়দ মাইনুল হোসেন। 

Post a Comment

Previous Post Next Post