ফ্রি ফ্রি ফ্রি
সম্পূর্ণ ফ্রি বিস্তারিত
মূল্যায়ন কুইজ এটি মূলত ষষ্ঠ থেকে নবম শ্রেণী বর্তমানে মূল্যায়ন বিষয় একটি কুইজ প্রতিযোগিতা । যেখানে থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী মূল্যায়ন বিষয় বিভিন্ন কুইজ । যার উত্তর দিয়ে আপনিও হয়ে যেতে পারেন বিজয়ী । এটি দুটি রাউন্ডে অনুষ্ঠিত হবে । প্রথম রাউন্ড প্রতি মূল্যায়ন এর দিন রাত ৮ টা থেকে ১০ টা মধ্যে কুইজে অংশগ্রহণ করতে হবে । প্রথম রাউন্ডে প্রতিটি কুইজ থেকে পাঁচজন করে বিজয়ী দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে । তারপরে সবার দ্বিতীয় রাউন্ডের কুইজ এ অংশগ্রহণ করবে ।
অংশগ্রহণের নিয়ম নিয়মগুলো :
প্রতিটি কুইজের পেজে কমেন্টে বক্সে বা একটি গুগল ফর্ম এর লিংক দেওয়া হবে । সেখানে গিয়ে আপনারা কুইজের উত্তর দিতে পারবেন । কুইজ সময় মূল্যায়নের দিন রাত ৮টা থেকে ১০ টা এর ভিতরে উত্তর দিতে পারবেন ।
এই কুইজের জন্য কোন রেজিস্ট্রেশন করতে হবে না উত্তর দেওয়ার সময় আপনার নাম , বিদ্যালয় নাম ও উত্তর এই তিনটা লেখে আপনি উত্তর দিবেন । আপনার সকল বন্ধুকে খবরটি জানিয়ে দিন জানো তারাও যেন অংশগ্রহণ করতে পারে ।