General knowledge ( 31 To 40 )

 ৩১. বাংলাদেশের পূর্ব সীমান্তে অবস্থান কোনটির?


উত্তরঃ ভারতের মিজোরাম।


৩২. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?


উত্তরঃ দক্ষিণ-পূর্ব দিকে।


৩৩. চলন বিল কোন জেলায় অবস্থিত?


উত্তরঃ নাটোর জেলায়। 


৩৪. মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কোনটি?  


উত্তরঃ বান্দরবান। 


৩৫. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি?


উত্তরঃ গেস্টাপো।


৩৬. পাহাড়পুরের বৌদ্ধবিহার টি কি নামে পরিচিত?


উত্তরঃ সোমপুর বিহার।


৩৭. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? 


উত্তরঃ বিজয়পুরে।


৩৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?


উত্তরঃ ১৯২১ সালে।


৩৯. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে?


উত্তরঃ মির্জা আহমেদ খান।


৪০. বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের?


উত্তরঃ ৩ টি।

Post a Comment

Previous Post Next Post