General knowledge ( 41 To 50 )

 ৪১. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত কত কিলোমিটার?


উত্তরঃ ২৭১ বর্গকিলোমিটার।


৪২. কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত?


উত্তরঃ ঢাকা মহাখালী। 


৪৩. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু কোন নদীর উপর অবস্থিত?


উত্তরঃ শীতলক্ষা।


৪৪. যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?


উত্তরঃ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ।


৪৫. পদ্মানদীর উপরস্থ হার্ডিঞ্জ সেতু কোন দুই জেলাকে সংযুক্ত করেছে?


উত্তরঃ কুষ্টিয়া ও পাবনা। 


৪৬. জাতিসংঘ দিবস কোনটি?


উত্তরঃ ২৪ অক্টোবর।


৪৭. ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?


উত্তরঃ ৫ টি।


৪৮. বাংলাদেশের একমাত্র পারমাণবিক প্রকল্প টি কোথায় নির্মিত হয়েছে?


উত্তরঃ রুপপুরে।


৪৯. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?


উত্তরঃ দিনাজপুর। 


৫০. জিরো গ্রাউন্ড কোথায় অবস্থিত?


উত্তরঃ নিউইয়র্ক। 

Post a Comment

Previous Post Next Post