General knowledge ( 81 To 90 )

 ৮১. আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?


উত্তরঃ কানাডা। 


৮২. কানাডার আয়তন কত?


উত্তরঃ ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার। 


৮৩. যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম কি? 


উত্তরঃ কংগ্রেস। 


৮৪. লোক সংখ্যা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি?


উত্তরঃ টোকিও। 


৮৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উদ্বাস্তুদের নিয়ে 'সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার' রচয়িতা কে? 


উত্তরঃ এ্যালেন গীনসবার্গ। 


৮৬. আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার কে?


উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী। 


৮৭. যুক্তরাষ্ট্রের 'গ্রাউন্ডটানামো বাই ডিটেনশন ক্যাম্প' কোথায় অবস্থিত? 


উত্তরঃ কিউবা। 


৮৮. বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস কত তারিখে উদ্বোধন করা হয়?


উত্তরঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।


৮৯. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র ডেডলাইন বাংলাদেশ কার নির্মিত?


উত্তরঃ গীতা মেহতা। 


৯০. মিগ-২৯ কোন দেশের যুদ্ধবিমান? 


উত্তরঃ রাশিয়া।

Post a Comment

Previous Post Next Post