General knowledge ( 91 To 100 )

 ৯১. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কখন?


উত্তরঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 


৯২. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?


উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭


৯৩. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?


উত্তরঃ মদিনা সনদ। 


৯৪. বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ কোন দেশের উদ্যোগ?


উত্তরঃ চীন দেশের। 


৯৫. ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম কি?


উত্তরঃ RAW


৯৬. বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে কোন দেশের কাছে?


উত্তরঃ রাশিয়া। 


৯৭. সার্কের সদর দপ্তর কোথায়?


উত্তরঃ কাঠমুন্ডু। 


৯৮. টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?


উত্তরঃ সুনামগঞ্জ। 


৯৯. কোন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে?


উত্তরঃ সিয়েরা লিয়ন।


১০০. বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়? 


উত্তরঃ সৈয়দপুর। 

Post a Comment

Previous Post Next Post